পারমাণবিক সংঘাতের ঝুঁকি নিয়ে যে বার্তা দিলেন ল্যাভরভ

বাংলা ট্রিবিউন ইউক্রেন প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩, ১৬:৪৩

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘পারমাণবিক অস্ত্র মস্কোকে নিরাপত্তা হুমকি থেকে সুরক্ষা দিচ্ছে। পাশাপাশি পশ্চিমা দুনিয়াকে পারমাণবিক সংঘাতের ঝুঁকির কথা প্রতিনিয়ত স্মরণ করিয়ে দিচ্ছে রাশিয়া।’ দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন ম্যাগাজিন দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।


ল্যাভরভের সাক্ষাৎকারটি শনিবার (১৯ আগস্ট) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ হয়। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর পারমাণবিক সংঘাতের উচ্চ ঝুঁকির প্রসঙ্গ টেনে কয়েকবার খোলাখুলি কথা বলেন তিনি। কিয়েভকে কেন্দ্র করে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে বিশ্ব পরমাণু হুমকিতে রয়েছে বলেও সতর্ক করে আসছেন ল্যাভরভ।


গত জানুয়ারিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুগত সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, ইউক্রেন যুদ্ধে ‘পারমাণবিক শক্তির পরাজয়ে পারমাণবিক যুদ্ধের সূত্রপাত’ ঘটতে পারে। গত মাসেও তিনি বলেছেন, রুশ সেনাদের বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণ সফল হলে মস্কোকে পারমাণবিক অস্ত্র ব্যবহার ছাড়া বিকল্প নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও