পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ২৩ বস্তা টাকা
কিশোরগঞ্জ শহরের আলোচিত পাগলা মসজিদের ৮টি দানবাক্স থেকে এবার পাওয়া গেছে ২৩ বস্তা টাকা।
শনিবার সকালে আটটি দানবাক্স খুললে ২৩ বস্তা টাকা পাওয়া যায়। সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না। এখন চলছে গণনার কাজ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম ফরহাদ চৌধুরীর উপস্থিতিতে এসব দানবাক্স খোলা হয়। এরপর মসজিদের দোতালার মেঝেতে টাকাগুলো ঢেলে মসজিদ কমপ্লেক্সের ছাত্র-শিক্ষকরা মিলে মুদ্রামান অনুযায়ী টাকাগুলো পৃথক করার কাজ শুরু করেন।জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল টাকা গণনা পরিদর্শন করেছেন। এ মসজিদের টাকা জমা হয় রূপালী ব্যাংকে। ফলে টাকা গণনার মেশিনসহ রূপালী ব্যাংকের কর্মকর্তারাও উপস্থিত আছেন
- ট্যাগ:
- বাংলাদেশ
- পাগলা মসজিদ