You have reached your daily news limit

Please log in to continue


উন্নত জীবন পেতে চিত্রতারকারা

অতীতের তুলনায় সাম্প্রতিককালে বাংলাদেশের শোবিজ তারকাদের বিদেশ ঘোরার প্রবণতা বেশি লক্ষ করা যাচ্ছে। কেউ যাচ্ছেন স্টেজ শো করতে, কেউ বা যাচ্ছেন ব্যক্তিগত কাজ বা নেহাতই ঘুরতে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে তারকাদের বিভিন্ন দেশে ঘোরার ছবি সহজেই চোখে পড়ে। তবে কিছু তারকা আছেন যারা আর দেশে ফিরে আসেন না। প্রবাসেই থেকে যান। সেই সংখ্যাও কম নয়। বিভিন্ন দেশের মধ্যে যুক্তরাষ্ট্রই যেন শোবিজ তারকাদের স্থায়ী হওয়ার জন্য প্রথম পছন্দ। আরও নির্দিষ্ট করে বলতে গেলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেই সবচেয়ে বেশি সংখ্যক শোবিজ তারকা স্থায়ীভাবে থাকতে শুরু করেছেন। তবে কেউই অবৈধভাবে সেখানে থাকছেন বলে শোনা যায়নি। সবাই বৈধভাবেই সেখানে বসবাস করছেন। কেউবা গিয়েছেন স্বামীর কর্মসূত্রে, কেউ আবার বাংলাদেশে ক্যারিয়ার পড়তির দিকে চলে যাওয়ায় উন্নত বিশ্বে থিতু হয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারের একপর্যায়ে যুক্তরাষ্ট্রে বসত গড়েন জনপ্রিয় চিত্রনায়িকা শাবান। বিউটিকুইনখ্যাত এই নায়িকা দেশের শোবিজ জগতের প্রভাবপত্তি উপেক্ষা করে চলে যান বিদেশে। জাতীয় নির্বাচনের আগে স্বামী ওয়াহিদ সাদিককে এমপি বানানোর মিশন নিয়ে দেশে আসেন। মনোনয়ন না পেয়ে আবার ফিরে যান যুক্তরাষ্ট্রে।

আরেক জনপ্রিয় নায়িকা শাবনুর থাকেন অস্ট্রেলিয়ায়। তিনি ক্যারিয়ারের চূড়ায় অবস্থানের সময় পাড়ি জমান ভিনদেশে।


জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত রয়েছেন নিউ ইয়র্কেই। ছেলে-মেয়েকে উন্নত পড়াশোনার সুবিধা দেওয়ার জন্যই তিনি সেখানে স্থায়ী হয়েছেন। একসময়ের ডাক সাইটে এই অভিনেত্রী এখন অভিনয় থেকে বহুদূরে। তবে তিনি শিল্পচর্চার মধ্যেই আছেন। নিয়মিত ছবি আঁকছেন এবং সেই ছবি নিয়ে জ্যাকসন হাইটসসহ নানা জায়গায় এক্সিবিশন করছেন। সেখান থেকে বেশ ভালো আয়ও করছেন বলে নিউ ইয়র্কে বসবাসরত একাধিক বাঙালি জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন