কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পড়ার টেবিলের সাজগোজের খুঁটিনাটি

দেশ রূপান্তর প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩, ০৯:৫৩

ঘরের কোণে একটা টেবিল, সেখানে পড়াশোনা থেকে অফিসের কাজ সবই চলে। রোজকার ব্যবহারের ফলে প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় নানা জিনিসের অনেক স্তূপ জমে যায়। জমতে জমতে এমন অবস্থায় যায় যে, প্রয়োজনে দরকারি জিনিসপত্র খুঁজে পাওয়া যায় না। তাই পড়ার বা ওয়ার্ক টেবিল যেটাই হোক না কেন, কীভাবে গুছিয়ে রাখবেন জেনে নিন।


প্রথমে পড়ার টেবিল পরিষ্কার করে ফেলুন। টেবিলের ওপরে বা ড্রয়ারে, যেখানে যা জিনিস আছে, চোখ বন্ধ করে সরিয়ে ফেলুন সব। এরপর ভালো করে টেবিলটা মুছে পরিষ্কার করে নিন। এবার টেবিলে থাকা জিনিসপত্র বাছাই করে নিন। কোনটা আপনার দরকার। আর কোনটার প্রয়োজন নেই। টেবিলের ওপর যদি কম্পিউটার থাকে তাহলে সেটা টেবিলের পুরো জায়গাজুড়ে না রেখে একপাশে রাখুন। যাতে কিছুটা জায়গা থাকে যেখানটায় পড়া ও লেখার জন্য ব্যবহার করতে পারেন। এক পাশে রাখতে পারেন একটা টেবিল ক্যালেন্ডার।


পড়ার টেবিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আলোর ব্যবহার। লেখা বা পড়ার জন্য যে জায়গাটা রেখেছেন তার পাশেই রাখুন একটা ছোট টেবিল ল্যাম্প। ফোল্ডেবল ল্যাম্প রাখলে কিছুটা জায়গাও বাঁচবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও