You have reached your daily news limit

Please log in to continue


রাজনৈতিক প্রচারণায় এআই ব্যবহার বাড়ছে, তবে প্রভাব কম: গুগলের গবেষণা

অনলাইনে রাজনৈতিক প্রচারণার ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ছে। তবে যে মাত্রায় ব্যবহার বাড়ছে, সে মাত্রায় প্রভাব পড়ছে না বলে গুগলের মালিকাধীন যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা কোম্পানি ম্যান্ডিয়েন্ট জানিয়েছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে। 

ভার্জিনিয়ার এই কোম্পানির গবেষকরা বলছেন, ২০১৯ সাল থেকে এমন ‘অনেক ঘটনা’ তারা দেখেছেন, যেখানে এআই দিয়ে কনটেন্ট তৈরি হয়েছে। যেমন- রাজনৈতিক উদ্দেশ্যে প্রোফাইল ছবি বিকৃতি করে অনলাইনে প্রচারণাকে প্রভাবিত করা। 

প্রতিবেদনে বলা হয়, রাশিয়া, চীন, ইরান, ইথিওপিয়া, কিউবা, আর্জেন্টিনা, ইকুয়েডর ও এল সালভাদরসহ বিভিন্ন দেশের সরকারসমর্থিত গোষ্ঠী এসব প্রচারণায় যুক্ত ছিল।

চ্যাট জিপিটির মত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাম্প্রতিক বিকাশের পর এমন ঘটনা বেড়েছে। এই প্রযুক্তির মাধ্যমে নকল ভিডিও, ছবি, টেক্সট ও কম্পিউটার কোড তৈরি করা সহজ হয়ে গেছে। প্রযুক্তির এই মডেল সাইবার অপরাধীরাও ব্যবহার করে বলে জানিয়েছে নিরাপত্তাবিষয়ক কর্মকর্তারা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন