![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-08%2Fe8ac7a99-81dd-47eb-9f6d-8735a20512f4%2Findrani_halder_actress_180823_01.jpg?rect=0%2C0%2C1024%2C576&auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=800)
কোথায় হারালেন ইন্দ্রাণী?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৩, ২২:৩৪
বেশ কয়েক মাস হল বাংলা সিরিয়াল বা সিনেমায় কাজ করছেন না কলকাতার অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। এমনকি টলিপাড়ার কোনো অনুষ্ঠানেও দেখা নেই তার।
আচমকা কোথায় হারালেন অভিনেত্রী?
আনন্দবাজার অনলাইনকে তিনি জানিয়েছেন এই বিরতির কারণ।
ইন্দ্রাণী জানান, বর্তমানে রাজস্থানে আছেন। ঘুরতে নয়, কাজের জন্যই রাজ্যের বাইরে রয়েছেন।
“সব সময় তো সব গল্প পছন্দ হয় না। আমার কাছে বেশ কিছু নতুন গল্প এসেছে, পড়ছি। সিনেমার কাজ এই মুহূর্তে করব না। সিরিয়ালেরই বেশকিছু গল্প নিয়ে আলোচনা চলছে। যদি কোনোটা পছন্দ হয়ে যায়, অবশ্যই হ্যাঁ করে দেব।”