কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আরও ঘনিষ্ঠ হচ্ছে যুক্তরাষ্ট্র, দ. কোরিয়া ও জাপান

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৩, ২২:২২

ক্যাম্প ডেভিডে যুক্তরাষ্ট্র,  দক্ষিণ কোরিয়া ও জাপান সামরিক  ও অর্থনৈতিক সম্পর্ককে জোরদার  করতে নতুন চুক্তি করতে যাচ্ছে। শুক্রবার এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এই চুক্তি তিন মিত্রদের  সম্পর্ক আরও গভীর করবে। চীনের উত্থান ও উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির মুখে  দেশগুলো নিজেদের সহযোগিতা আরও বাড়াতে চাইছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।


মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভ্যান বলেছেন, সম্মেলনে ত্রিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ ঘোষণা করা হবে। যার মধ্যে সংকটের সময়ে একে অপরের সঙ্গে পরামর্শ করার প্রতিশ্রুতি থাকবে।


সালিভ্যান বলেছিলেন, সম্ভাব্য পদক্ষেপগুলোর মধ্যে একটি বহু-বছরের সামরিক মহড়া পরিকল্পনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার গভীর সমন্বয় এবং তথ্য আদান-প্রদান, সংকটে যোগাযোগ এবং নীতি সমন্বয় অন্তর্ভুক্ত থাকবে। যা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও