কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মার্কিন ডলার-এর তুলনায় ভারতীয় মুদ্রার ভয়ানক পতন, অনেকটা কমল সোনার দাম

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৩, ২২:০৫

মার্কিন ডলার-এর বিনিময়ে ভারতীয় মুদ্রার ভয়ানক পতন হল। এতটাই যে এবার প্রতি ডলারের বিনিময়ে ভারতীয় মুদ্রা নেমে গেল ৮৩ টাকার চেয়েও বেশি। শুক্রবার ১৮ অগস্ট দুপুর পর্যন্ত ভারতীয় মুদ্রার মূল্য দাঁড়িয়েছে ৮৩ টাকা ১২ পয়সা।


মুদ্রার যখন এরকম অবমূল্যায়ন হচ্ছে, তখন ভারতের মধ্যবিত্তের জন্য একটা ইতিবাচক খবর হল বিয়ের মরশুমের আগে সোনার দাম গত কদিন ধরে অনেকটাই কমেছে। শুক্রবার পূর্ব ভারতের কলকাতা শহরে ১০ গ্রাম হলমার্ক গহনা সোনা তথা ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫৬,৩০০ টাকা। বৃহস্পতিবারের তুলনায় আরও ২৫০ টাকা কমেছে।


মুদ্রার এই অবমূল্যায়নের নেপথ্যে আন্তর্জাতিক কারণ রয়েছে বলেই অর্থনৈতিক বিশেষজ্ঞ মহলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা অনেকে মনে করছেন, দু-তিনটি কারণে এটা হচ্ছে। প্রথমত, মার্কিন ফেডারেল রিজার্ভ দীর্ঘ মেয়াদে সুদের হার বাড়িয়ে রাখতে পারে। সেই উৎকণ্ঠা থেকে মুদ্রার অবমূল্যায়ন হচ্ছে। চীনের মুদ্রা ইউয়ান-এর অবমূল্যায়ন ঘটেছে। তাতে রপ্তানি বাণিজ্যে প্রতিযোগিতা বেড়েছে। সেই কারণেও টাকার দামে পতন ঘটে থাকতে পারে।


চলতি সপ্তাহে ইউয়ান-এর মূল্য ০.৬ শতাংশ কমেছে। এ বছর সামগ্রিক ভাবে তা কমেছে ৫.৩ শতাংশ। চীনের ঘরোয়া বাজারে ঋণ সংকট চলছে। প্রপার্টি তথা রিয়েল এস্টেট সেক্টরে বৃদ্ধি কমেছে। ফলে ঋণের বোঝা ক্রমশ বাড়ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও