স্ট্রোকের রোগীদের ডেঙ্গু সংক্রমণ বিপজ্জনক

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৩, ১৬:৫৬

ব্লাডপ্রেসার ও ডায়াবেটিস রোগীরা স্ট্রোকের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে কোনো স্ট্রোকে আক্রান্ত রোগী যদি ডেঙ্গুতে আক্রান্ত হয়, সেটি খুবই বিপজ্জনক। এজন্য চলমান ডেঙ্গু প্রকোপে এসব রোগীদের আলাদা নজরে রাখার পরামর্শ তাদের।


বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর উত্তরার হাই কেয়ার নিউরো স্পেশালাইজড হাসপাতালের ‘ফ্রি স্ট্রোক ক্লিনিক’ অনুষ্ঠানে চিকিৎসকরা এসব কথা বলেন।অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শফিফুল ইসলাম বলেন, বিশ্বে মৃত্যুর দ্বিতীয় কারণ হলো স্ট্রোক। চিকিৎসার চেয়ে এটি প্রতিরোধ সবচেয়ে উত্তম ব্যবস্থা। ব্যক্তি চাইলে ৯০ শতাংশই প্রতিরোধ করতে পারে। এখন শহরাঞ্চলে খেলাধুলার মাঠ কমেছে, খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন এসেছে। আক্রান্তদের ২৩ শতাংশ জাঙ্কফুডে অভ্যস্ত। সবচেয়ে বড় প্রভাব ফেলছে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি আসক্তি।


অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শফিফুল ইসলাম বলেন, বিশ্বে মৃত্যুর দ্বিতীয় কারণ হলো স্ট্রোক। চিকিৎসার চেয়ে এটি প্রতিরোধ সবচেয়ে উত্তম ব্যবস্থা। ব্যক্তি চাইলে ৯০ শতাংশই প্রতিরোধ করতে পারে। এখন শহরাঞ্চলে খেলাধুলার মাঠ কমেছে, খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন এসেছে। আক্রান্তদের ২৩ শতাংশ জাঙ্কফুডে অভ্যস্ত। সবচেয়ে বড় প্রভাব ফেলছে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি আসক্তি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও