You have reached your daily news limit

Please log in to continue


টেইলর সুইফট আর বিলি আইলিশের চেয়েও এখন অরিজিতের ফলোয়ার বেশি!

একটা-দুটো নয়, মোট ১২টি গ্র্যামি রয়েছে তার ঝুলিতে। পাশ্চাত্য সঙ্গীত দুনিয়ার অন্যতম জনপ্রিয় পপতারকা তিনি। অন্যতম ধনী তারকাও বটে।টেইলর অ্যালিসন সুইফট। অথচ বিশ্বখ্যাত এই পপতারকাকেই এবার ছাড়িয়ে গেলেন ভারতের গায়ক অরিজিৎ সিং।

গান শোনার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাই। গান শোনার পাশাপাশি প্ল্যাটফর্মটিতে পছন্দের শিল্পীদের 'ফলো' করতে পারেন শ্রোতা ও অনুরাগীরা। সেই ফলোয়ারের সংখ্যার নিরিখেই টেইলর সুইফটকে টেক্কা দিয়েছেন অরিজিৎ সিং। শুধু টেইলর সুইফটকেই নয়, হলিউডের এ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা বিলি আইলিশকেও ছাড়িয়ে গেছেন অরিজিৎ।

স্পটিফাইয়ে এখন তার ফলোয়ার সংখ্যা ৮ কোটি ৬০ লাখের বেশি, যেখানে টেইলর সুইফটের ফলোয়ার ৭ কোটি ৯০ লাখের কাছাকাছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন