তালেবান শাসনের ২ বছর: অনিশ্চিত ভবিষ্যতের পথে আফগান নারী
প্রায় দুই দশক পর ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতায় আসীন হয় তালেবান। শুরুতে প্রতিশ্রুতি ছিল পূর্বের তুলনায় উদার হবে তারা। নারীদের স্বাধীনতার প্রশ্নে শরিয়া আইন অনুযায়ী পর্দা রক্ষা করে পড়াশোনা ও চাকরির অধিকার থাকবে বলে জানানো হয়েছিল। কিন্তু ২ বছর পর দেখা যাচ্ছে, উল্টো পথে হাঁটছে আফগানিস্তান। সংকুচিত হয়েছে নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের অধিকার।
আফগান শিক্ষার্থী জাহরার কাছ থেকে জানা গেল, তার সঙ্গে অনেক মেয়েই স্কুলে পড়ত। তারা একসঙ্গে পড়ত, খেলত, এমনকি মোটরবাইকেও উঠতে পারত।
তবে সেসব এখন সুদূর অতীত। ২০ বছরের জাহরা এখন আর কলেজে যান না, বাইকেও চড়তে পারেন না। সহপাঠীদের কেউ কেউ দেশ ছেড়ে গেছেন। ঘরবন্দি জাহরার সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ। এসব ভেবে মানসিক কষ্টে দিন কাটছে তার।
প্রায় ২০ বছরের যুদ্ধ শেষে ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। সরকারে আসীন হওয়া তালেবান দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেছে। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবানদের সহযোগী মুখপাত্র বিল্লাল কারিমি এদিনটিকে 'আফগানিস্তানের জন্য সম্মান ও গৌরবের দিন' বলে অভিহিত করেন।