কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মানিকগঞ্জের ৩ আসনে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ল

ডেইলি স্টার মানিকগঞ্জ প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩, ১৬:২৯

মানিকগঞ্জের ৩টি আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ৩৬টি বাড়ানো হয়েছে। নতুন কেন্দ্রসহ মোট কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৫১৯টি। সেই সঙ্গে নতুন ৫৫৯টি নিয়ে মোট ভোটকক্ষ হয়েছে ২ হাজার ৭৮৮টি।


আজ বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।


হালনাগাদ তথ্য অনুযায়ী, নতুন ভোটার যোগ হয়েছে ১ লাখ ৪৯ হাজার। এ নিয়ে মোট ভোটারের সংখ্যা বেড়ে হয়েছে ১২ লাখ ৬০ হাজার ৪৬৬।


এর মধ্যে পুরুষ ভোটার ৭৯ হাজার ২২১ জন বেড়ে হয়েছে ৬ লাখ ৩১ হাজার ৮৬৬ জন এবং নতুন ৭০ হাজার ৬৬২ নারী ভোটার যোগ হয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৯৪ জন।


আমিনুর রহমান বলেন, যেসব কেন্দ্রের ভোটার সংখ্যা ৪ হাজার বা তার চেয়ে বেশি, সেগুলো ভেঙে নারী ও পুরুষ ভোটকেন্দ্র আলাদা করা হয়েছে। এ কারণে মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা), মানিকগঞ্জ-২ আসন (সিংগাইর, হরিরামপুর ও মানিকগঞ্জ সদর উপজেলার ৩টি ইউনিয়ন) ও মানিকগঞ্জ-৩ (মানিকগঞ্জ পৌরসভা, সাটুরিয়া উপজেলা ও মানিকগঞ্জ সদর উপজেলার ৭টি ইউনিয়ন) আসনে ৩৬টি কেন্দ্র বাড়ানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও