চিলিগামী মার্কিন ফ্লাইটের বাথরুমে পাইলটের মৃত্যু, জরুরি অবতরণ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩, ১৫:৪৪

যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে চিলিগামী একটি বাণিজ্যিক ফ্লাইটের পাইলট বাথরুমে পড়ে মারা যাওয়ার পর উড়োজাহাজটি পানামায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। ফ্লাইটটিতে তখন ২৭১ জন আরোহী ছিলেন।


রোববার পানামার স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটে। উড়োজাহাজটির সহকারী পাইলট ফ্লাইটটির জরুরি অবতরণ করান।


এক প্রতিবেদনে ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, লাটাম এয়ারলাইন্সের ফ্লাইটটি যাত্রা শুরু করার তিন ঘণ্টা পর পাইলট ক্যাপ্টেন আইভান এনডাওয়ার (৫৬) অসুস্থবোধ করতে শুরু করেন। ক্রুরা তাকে জরুরি চিকিৎসা দেন, কিন্তু বাথরুমে পড়ে যাওয়ার পর তারা এনডাওয়ারের জ্ঞান আর ফেরাতে পারেননি।   


উড়োজাহাজটি পানামার তোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর চিকিৎসা বিশেষজ্ঞরা পাইলটকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এনডাওয়ার ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন দক্ষ পাইলট ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও