বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, বাঁচতে চারদিকে উঁচু দেয়াল তুলবে বাহরাইন

www.ajkerpatrika.com বাহরাইন প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩, ১৫:৩৮

জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমেই বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। আর এতে করে বাহরাইনসহ বিশ্বের অনেক দেশেরই তলিয়ে যাওয়ার আশঙ্কা বাড়ছে। এই আশঙ্কা থেকে বাঁচতে এবার দেশের চারদিকের সমুদ্র উপকূলে উঁচু দেয়াল তুলবে বাহরাইন। সম্প্রতি দেশটির তেল ও পরিবেশ বিষয়ক মন্ত্রী এ পরিকল্পনার কথা প্রকাশ করেছেন। পাশাপাশি সমুদ্র সৈকত প্রশস্ত করা, সৈকত সংলগ্ন ভূমি উঁচু করার মতো পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি। 


বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাহরাইনের তেল ও পরিবেশ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বিন মোবারক বিন দিনা বলেছেন, ‘বাহরাইন খুবই নাজুক অবস্থানে রয়েছে। আমাদের প্রধান যে হুমকি তা মূলত নীরব হুমকি এবং তা হলো—সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি।’ তিনি জানান, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা যদি পাঁচ মিটারের মতো (প্রায় সাড়ে ১৬ ফুট) বাড়ে তবে দেশের অধিকাংশই ডুবে যাবে। এমনকি বাহরাইনের যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে তাও ডুবে যাবে। 


বাহরাইনের রাজধানী মানামার অ্যারাবিয়ান গালফ ইউনিভার্সিটির অধ্যাপক সাবাহ আলজেনাইদের গবেষণা বলছে, এমনকি অর্ধ মিটার থেকে দুই মিটার উচ্চতা বাড়লেও বাহরাইনের ১৮ শতাংশ এলাকা ডুবে যাবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও