দুবার গোসল করলে এই হোটেলে গুনতে হবে বাড়তি অর্থ

প্রথম আলো চীন প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩, ১৪:৩২

দুই রাতের জন্য একটি হোটেলকক্ষ ভাড়া করেছিলেন চীনা এক নারী। সব আনুষ্ঠানিকতা শেষ করে হোটেলকক্ষে ঢোকার পর একটি নির্দেশনায় চোখ যায় তাঁর। সেখানে বলা আছে, একবারের বেশি গোসল করলে বাড়তি ফি গুনতে হবে।


আর তা দেখে ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন ওই নারী। তা দেখে অনেকে হোটেলের এমন নির্দেশনা নিয়ে ক্ষোভ জানিয়েছেন।


চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ওই হোটেলের অবস্থান। প্রতি রাতে আড়াই হাজার ইউয়ান (৩৫০ মার্কিন ডলার) করে হোটেলের একটি কক্ষ ভাড়া নেন ওই নারী। তবে গোসলের জন্য অতিরিক্ত ফি আদায়ের বিষয়টি তিনি আগে জানতেন না। কক্ষে ঢোকার পরই তিনি এ বিষয়ে জানতে পারেন। এ নিয়ে অনলাইনে একটি পোস্ট দেন ওই নারী।


নাম প্রকাশ না করার শর্তে একজন হোটেলকর্মী বলেন, অতিথিরা একাধিকবার গোসল করলে বেশি পানি খরচ হয়। পানির অপচয় কমাতেই হোটেল কর্তৃপক্ষ এমন ব্যবস্থা নিয়েছে বলে দাবি তাঁর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও