মানুষের জীবন নিয়ে হতাশ নেকড়েদের মাঝে বেড়ে ওঠা স্প্যানিশ মোগলি

www.ajkerpatrika.com স্পেন প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩, ১২:২৪

মার্কোস রড্রিগেজ প্যান্টোজাকে বলা হয় স্প্যানিশ মোগলি। শৈশব ও কৈশোরের ১২টি বছর তিনি একটি নেকড়ে দলের সঙ্গে ছিলেন। পরে ১৯ বছর বয়সে কর্তৃপক্ষ তাঁকে মানুষের সমাজে নিয়ে আসে। 


বর্তমানে প্যান্টোজার বয়স ৭২ বছর। জীবনের এই পর্যায়ে এসেও বুনো অতীতের কথা ভুলতে পারছেন না তিনি। জানিয়েছেন, মানুষের জীবন নিয়ে তিনি হতাশ। 


বুধবার ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টার জানিয়েছে, আবারও বুনো পাহাড়ি নেকড়েদের মাঝে ফিরে যেতে ইচ্ছা হয় কি না, প্যান্টোজার কাছে একবার জানতে চেয়েছিল বিবিসি। উত্তরে তিনি বলেছিলেন, ‘আমি এটা বহুবারই ভেবেছি। কিন্তু আমি এখন এই জীবনে অভ্যস্ত হয়ে গেছি। এই জীবনের অনেক কিছুই সেখানে নেই, বিশেষ করে সংগীত কিংবা নারী। এই সমাজে থেকে যাওয়ার জন্য নারী একটি বড় কারণ।’ 


নেকড়েদের সমাজে বড় হওয়ার বিষয়ে প্যান্টোজা জানান, শৈশবে মায়ের মৃত্যুর পর তাঁর বাবা আরেকটি সম্পর্কে জড়িয়েছিলেন। এ অবস্থায় প্যান্টোজাকে পাহাড়ি একটি এলাকায় এক মেষপালকের কাছে রেখে আসেন বাবা। একসময় ওই মেষপালকও মারা যান। সে সময় প্যান্টোজার বয়স ছিল মাত্র সাত বছর। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও