মানুষের হাতে নগদ টাকা বেড়েছে, ব্যাংকে ফেরাতে নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
নির্বাচনের আগে নানা গুজব আসবে। এসব গুজবে ব্যাংকারদের কান না দিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, মানুষের হাতে এখন নগদ টাকা অনেক বেড়ে গেছে। এসব টাকা ব্যাংক থেকে তুলে হাতে রেখে দিয়েছেন গ্রাহকেরা। ডিজিটাল অর্থনীতির যুগে এটা কোনো স্বাভাবিক চিত্র নয়।
তাই আমানতকারীরা যাতে আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে টাকা তুলে না নেন এবং হাতে থাকা বাড়তি টাকা ব্যাংকে জমা রাখেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যাংকারদের নির্দেশনা দিয়েছেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। বাংলাদেশ ব্যাংকের সম্মেলনকক্ষে গতকাল বুধবার বিকেলে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় তিনি এই নির্দেশনা দেন। সভায় উপস্থিত কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা ও বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
সভায় কেন্দ্রীয় ব্যাংকের চার ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালকদের পাশাপাশি সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকেরা (এমডি) উপস্থিত ছিলেন। প্রতি তিন মাস পর এই ব্যাংকার্স সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ব্যাংক খাতের সমসাময়িক নানা বিষয়ের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা হয়।