টমেটোর বাজার নিয়ন্ত্রণে নেপালের দ্বারস্থ ভারত!
টমেটোর আগুন দামে লাগাম টানতে এবার প্রতিবেশী নেপালের দ্বারস্থ হয়েছে ভারত। ভারতের অনুরোধে সাড়া দিলেও সুযোগ বুঝে ভারতের উপর বেশকিছু বাণিজ্যিক শর্ত চাপিয়েছে নেপাল। দেশটির কিছু শর্ত মেনে নেওয়ায় ইতিমধ্যেই ভারতে আসতে শুরু করেছে নেপালি টমেটো। ফলে দাম কমতে শুরু করেছে পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, দিল্লি, বিহার সহ উত্তর উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে।
সম্প্রতি ২৫০পেরিয়ে ২৬০ কিংবা ২৭০ রুপিতে মিলছে মাত্র ১কেজি টমেটো! দিল্লি থেকে মুম্বাই দেশের সর্বত্র দেখা যাচ্ছিল এই ছবি। এমন অবস্থায় বাজারের অবস্থা স্বাভাবিক করতে গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে নেপাল থেকে টমেটো এনে পরিস্থিতি সামাল দেওয়ার ঘোষণা দেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।