ডেঙ্গু: রোগ ভোগাচ্ছে, ব্যয়ও কাবু করছে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩, ১১:১৪

“কী যে করে বুঝি না। খালি ব্লাড নেয়, আর স্যালাইন চলে। ওষুধ তো আমরা কিনে আনি। ওরা দুই-একটা যা দেয়, সেটার দাম রিলিজের সময় দেওয়া লাগবে। এখানে ডেইলি বেড ভাড়া ১১০০ টাকা। তারপর এই যে নার্স আসে, দুইবেলা ডাক্তার আসে, এই সার্ভিসগুলার চার্জ আছে।”


স্কুল পড়ুয়া ছেলে জুবায়েরের ডেঙ্গু চিকিৎসার খরচা নিয়ে বলছিলেন আফতাবনগরের বাসিন্দা মর্জিনা বেগম।


ঢাকার মগবাজারের হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার যখন তার সঙ্গে আলাপ হচ্ছিল, তখন জুবায়েরের শারীরিক অবস্থার খানিকটা উন্নতি হয়েছে।


পাঁচ দিন আগে অষ্টম শ্রেণি পড়ুয়া এ কিশোরকে বেসরকারি হাসপাতালটিতে ভর্তি করা হয়েছিল। চতুর্থ দিনে এসে ছেলে কিছুটা সুস্থ হলেও হাসপাতালের সেবার মান নিয়ে অসন্তুষ্ট মর্জিনা।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গতকাল (রোববার) ওদেরকে বিল জিজ্ঞেস করছি। ওরা বললো তিন দিনে সাড়ে ১৫ হাজার টাকা বিল আসছে। বিল যে এইরকম হবে, সেটা জেনে বুঝেই আমরা আসছি।


“কিন্তু এত টাকা খরচ করার পরও এখানে নার্সদের ব্যবহার ভালো না। বিশেষ করে রাত্রে যারা ডিউটি করে, তাদের সাথে কথা বললে বিরক্তিবোধ করে। কিন্তু এখানে চাকরি তো তারা স্বেচ্ছায় করতে আসছে, তাহলে সেবা কেন দেবে না?”


জুবায়েরের বোন হাবিবা যোগ করেন, “তারা যে সেবাটা দিচ্ছে, তার জন্য পেমেন্টও তো পাচ্ছে। আর এখানের পেমেন্ট তো অন্যান্য জায়গার চেয়ে ডাবল। আর মশা এখানে অনেক।”


চলতি বছর ডেঙ্গুর প্রকোপের মধ্যে রোগী সামলাতে হিমশিম খাচ্ছে সরকারি হাসপাতালগুলো। আসন না পাওয়া, হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া কিংবা পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না থাকার কারণে বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে যেতে ‘বাধ্য হচ্ছেন’ ডেঙ্গু আক্রান্তদের অনেকেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও