সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি জমালেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলারের নতুন ঠিকানা দেশটির অন্যতম সেরা ক্লাব আল হিলাল। ইতোমধ্যে রিয়াদে গিয়ে ক্লাবটির সঙ্গে চুক্তি স্বাক্ষর থেকে, ফটোসেশনে অংশ নেওয়ার কাজটাও সম্পন্ন করেছেন তিনি। এখন ফুটবলপ্রেমীদের মনে কৌতূহল, আল হিলালের জার্সিতে কবে, কখন মাঠে নামবেন নেইমার?
সৌদি ক্লাব আল হিলালের জার্সিতে খুব শিগগিরই মাঠে নামবেন নেইমার। ধারণা করা হচ্ছে, আগামী ১৯ আগস্ট বাংলাদেশ সময় রাত ১২টায় কিং ফাহাদ স্টেডিয়ামে আল ফেইহার বিপক্ষে মাঠে নামবেন নেইমার। সৌদি প্রো লিগের নতুন মৌসুমে জয় দিয়ে শুরু করেছে আল হিলাল। প্রথম ম্যাচে আবহাকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাজিলের পোস্টারবয়ের ক্লাবটি। গত আসরে তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করেছিল তারা।