কম্পিউটার যন্ত্রাংশের দাম অপরিবর্তিত
প্রথম আলো
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩, ০৭:৩০
চলতি সপ্তাহে ঢাকার বিভিন্ন কম্পিউটার বাজার ঘুরে দেখা গেছে, কম্পিউটার যন্ত্রাংশের দাম অপরিবর্তিত রয়েছে। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে উল্লেখযোগ্য যন্ত্রাংশগুলোর দাম সংগ্রহ করেছেন তাসনিম মাহফুজ।
প্রসেসর
ইন্টেল: কোর আই ৯ ৩.৪০-৫.৫০ গিগাহার্টজ (গি. হা.) ১২ প্রজন্ম ৭৩ হাজার ৫০০ টাকা, কোর আই ৫ (২.৬০-৪.৪০ গি. হা.) ১১ প্রজন্ম ১৭ হাজার টাকা এবং কোর আই ৩ (৩.৩০-৪.৩০ গি. হা.) ১২ প্রজন্ম ১৩ হাজার ৩০০ টাকা।
এএমডি: রাইজেন ৯ (৪.৫০-৫. ৭০ গি. হা.) ৬৯ হাজার ৮০০ টাকা, রাইজেন ৭ (৩.৪০-৪.৫০ গি. হা.) ৪১ হাজার ৫০০ টাকা এবং রাইজেন ৫ (৩.৯০-৪. ৪০) ১৪ হাজার ২০০ টাকা।
- ট্যাগ:
- প্রযুক্তি
- কম্পিউটার
- দাম
- অপরিবর্তিত
- যন্ত্রাংশ