পিবিআই এসপির বিরুদ্ধে অভিযোগ হাসপাতালের জমি দখলের

সমকাল মঠবাড়িয়া প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৩, ২০:০১

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তা সৈয়দ মুশফিকুর রহমান মামুনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। গত শুক্রবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম সারোয়ার খান জেলা সিভিল সার্জন বরাবর এ অভিযোগ করেন।


লিখিত অভিযোগে বলা হয়, পুলিশ কর্মকর্তা মামুন ক্ষমতার অপব্যবহার করে হাসপাতালের পূর্ব ও উত্তর পাশের সীমানা দেয়াল ভেঙে আগেই ৫ ফুট দখলে নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তিনি নতুন করে দক্ষিণ-পূর্ব পাশে বালু ভরাট করে আরও ১০ ফুট জমি দখলে নিয়েছেন।মামুন খুলনা পিবিআইর পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত।অভিযোগ অস্বীকার করে তিনি বলেছেন, পৈতৃক সূত্রে হাসপাতাল সংলগ্ন ৬৬ শতাংশ জমি পেয়েছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও