সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ার ‘কনটেন্ট লোডে দেরি’ করাচ্ছে এক্স

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৩, ১৬:২৩

ফেইসবুক, ইনস্টাগ্রাম ও ব্লুস্কাইয়ের মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম এবং রয়টার্স ও নিউ ইয়র্ক টাইমসের মতো সংবাদ সাইটের জন্য নিজেদের বিভিন্ন কনটেন্টের লিংকে প্রবেশে ‘বিলম্ব ঘটাচ্ছে’ সামাজিক মাধ্যম ‘এক্স’।


এক্স-এর কোনো কনটেন্টের লিংকে ক্লিক করলে ওই ওয়েবপেইজ লোড হতে প্রায় পাঁচ সেকেন্ড সময় নিচ্ছে বলে নিজেদের চালানো পরীক্ষার ভিত্তিতে মঙ্গলবার বলেছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট। একই ধরনের ‘সময়ক্ষেপণ’ দেখেছে সংবাদ সাইট রয়টার্সও।


মঙ্গলবার সন্ধ্যা নাগাদ অবশ্য এর সমাধান করেছে ইলন মাস্ক মালিকানাধীন সামাজিক মাধ্যমটি। এই বিষয়ে রয়টার্স সামাজিক মাধ্যম কোম্পানিটির সঙ্গে যোগাযোগ করলে বিলম্ব সংশ্লিষ্ট ত্রুটি সরিয়ে ফেলার কথা নিশ্চিত করেছে এক সময় টুইটার নামে পরিচিত সেবাটি। তবে, এর কোনো ব্যাখ্যা দেয়নি তারা।


অক্টোবরে সামাজিক মাধ্যম টুইটার অধিগ্রহণ করা মাস্ককে অবশ্য এর আগে তার বিপক্ষে প্রতিবেদন লেখা বিভিন্ন সংবাদ সংস্থা ও সাংবাদিকদের সমালোচনা করতে দেখা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও