শ্রীকাইল গ্যাসফিল্ডে বসানো হচ্ছে ওয়েলহেড কম্প্রেসার
উৎপাদন ঠিক রাখতে কৃমিল্লার শ্রীকাইল গ্যাসফিল্ডে বসানো হচ্ছে ওয়েলহেড কম্প্রেসার। খনিতে উৎপাদন ধীরে ধীরে কমে আসতে থাকায় খনির কূপের মুখে ওয়েল হেড কম্প্রেসার বসানো হচ্ছে। সম্প্রতি জ্বালানি নিরাপত্তা দিবসের অনুষ্ঠানেও জানানো হয়েছে, ইতোমধ্যে তিনটি ওয়েলহেড কম্প্রেসার বসানো হয়েছে।
গ্যাস কূপের উৎপাদন যখন একেবারে কমে যায় তখন অবশিষ্ট গ্যাস তুলতে এই ওয়েলহেড কম্প্রেসার বসানো হয়, যাতে ওপর থেকে প্রেশার বা চাপ দিলে গ্যাস উঠে আসে। খনির আয়ুষ্কালের একেবারে শেষে এই কম্প্রেসার বসানো হয়।
বাপেক্স ২০০৪ সালে প্রথম শ্রীকাইলে গ্যাসক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দেয়। তখন ত্রুটিপূর্ণ খননের কারণে গ্যাস মেলেনি। পরে ২০১২ সালে পুনরায় কূপ খনন করে এখানে গ্যাস পাওয়া যায়। সেই হিসেবে মাত্র ১২ বছরের ব্যবধানেই শ্রীকাইলে কম্প্রেসার বসানো হচ্ছে। এটি একটি খনির জন্য খুব অল্প সময়।