‘বার্বি’ নিয়ে উন্মাদনা সৌদি আরবেও!

বাংলা ট্রিবিউন সৌদি আরব প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৩, ১২:৫৪

গত ২১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বহুল আলোচিত হলিউড সিনেমা ‘বার্বি’। কল্পকাহিনি নির্ভর কমেডি ধাঁচের এই ছবি ইতোমধ্যে উত্তর আমেরিকার বক্স অফিসে ইতিহাস গড়েছে। সেই সঙ্গে বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলারের কালেকশন ছাড়িয়ে তাক লাগিয়ে দিয়েছে। এত এত সাফল্যের ভিড়ে কিছু বিতর্কও আছে ‘বার্বি’ ঘিরে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সরকার ও জনগণ ছবিটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।


কিন্তু এর মধ্যেই চমকে দিলো সৌদি আরব। সেখানে গত ১০ আগস্ট ‘বার্বি’ মুক্তি পেয়েছে। আর মুক্তির পর থেকেই সৌদিবাসীর বিপুল সাড়া পাচ্ছে। দর্শক হলে হলে গিয়ে উচ্ছ্বাস নিয়ে ছবিটি দেখছেন, এরপর বার্বির পোস্টার, কাটআউটের সঙ্গে ছবি তুলে সোশ্যাল হ্যান্ডেলেও শেয়ার করছেন। এমনকি ‘বার্বি’র আবহে গোলাপি রঙের পোশাক পরেও প্রেক্ষাগৃহে ভিড় করছেন নারীরা। 


আরব সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক দাবি করে কুয়েত ‘বার্বি’কে নিষিদ্ধ করেছে। এছাড়া লেবাননেও ছবিটি নিয়ে বিতর্ক-সমালোচনা দেখা গেছে। অনেকেই দাবি করছেন, ‘বার্বি’ একটি ‘চরম নারীবাদী’ সিনেমা। যেখানে পুরুষদের অসম্মান করা হয়েছে। আবার কেউ বলছেন, এটি পারিবারিক ঐতিহ্য ও মূল্যবোধের পরিপন্থী।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও