কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শ্রদ্ধা বললেন, সময় এখন নায়িকাদের

প্রথম আলো প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৩, ১১:০১

ওটিটির পাশাপাশি বলিউডের বড় পর্দায়ও নায়িকাদের এখন দাপুটে চরিত্রে দেখা যাচ্ছে। অভিনেত্রী শ্রদ্ধা কাপুর মনে করেন, নায়িকাদের এখন দারুণ সময়। এ প্রসঙ্গে শ্রদ্ধা তাঁর সমসাময়িক কিছু অভিনেত্রীর প্রশংসাও করলেন।


দিল্লিতে নিউজ এইট্টিন চ্যানেল আয়োজিত ‘সি শক্তি’ অনুষ্ঠানে শ্রদ্ধা বলিউডে নারী অভিনয়শিল্পীদের নিয়ে বেশ কিছু কথা বলেন। এই তারকাকন্যা জানালেন, আলিয়া ভাট আর কঙ্গনা রনৌত তাঁকে প্রভাবিত করে। এই দুই নায়িকার প্রশংসা করে শ্রদ্ধা বলেছেন, ‘আলিয়া ভাটের গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি আর কঙ্গনা রনৌতের থালাইভি আমার বিশেষ পছন্দের দুই ছবি। এই দুই ছবি ছাড়া নিরজা, রাজি, মণিকর্ণিকার মতো ছবিগুলো আমার পছন্দের তালিকায় আছে। এর মধ্যে আমার অভিনীত হাসিনা পারকারও আছে। এগুলো নারীপ্রধান চরিত্রের সিনেমা। এর মধ্যে কিছু ছবি ব্লকবাস্টার হয়েছিল, আর কিছু ছবি হয়নি। আমি মনে করি, মানুষ এখন শক্তিশালী নারী চরিত্র আর মজবুত গল্প খোঁজেন।’


শ্রদ্ধা কাপুর মনে করেন, একটা সিনেমা সমাজকে প্রতিনিধিত্ব করে। তিনি বলেন, ‘এখন অনেকে বলেন যে ওটিটি আসার পর বিনোদনজগতে বড় পরিবর্তন এসেছে। আমি মনে করি, ওটিটির আগেই এই ঢেউ এসেছে। নিরজার মতো সিনেমা ওটিটির যুগের আগে মুক্তি পেয়েছে। আগেও এমন সব ছবি মুক্তি পেয়েছে, যা নারীকেন্দ্রিক। তাই অনেক সময় মানুষ যখন বলেন যে এসব ওটিটিতেই এটা সম্ভব, আমি পুরোপুরি সহমত নই। গতানুগতিক গল্পের বাইরে ব্যতিক্রম সিনেমা আগেও মুক্তি পেয়েছে, সফলও হয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও