পোশাকে মূল্য সংযোজন আসলে কত

প্রথম আলো প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৩, ০৯:৩১

তৈরি পোশাক রপ্তানিতে মূল্য সংযোজন বা ভ্যালু অ্যাডিশন এক বছরের ব্যবধানে সাড়ে ১১ শতাংশীয় পয়েন্ট বেড়েছে। গত ২০২১-২২ অর্থবছরে পোশাক রপ্তানিতে মূল্য সংযোজন ছিল ৫৪ দশমিক ৩৮ শতাংশ। বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে সেটি বেড়ে ৬৫ দশমিক ৯৭ শতাংশ হয়েছে।


তৈরি পোশাকশিল্প নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। মূলত পোশাক রপ্তানি থেকে তুলা, সুতা, কাপড় ও সরঞ্জামের আমদানি ব্যয় বাদ দিয়ে নিট রপ্তানি হিসাবটি করে কেন্দ্রীয় ব্যাংক। যদিও এই হিসাব পদ্ধতি নিয়ে কিছু প্রশ্ন আছে। সে কারণে মূল্য সংযোজনের পূর্ণাঙ্গ চিত্র উঠে আসছে না বলে মনে করেন তৈরি পোশাকশিল্পের একাধিক উদ্যোক্তা ও অর্থনীতিবিদেরা।


উদ্যোক্তারা বলছেন, তৈরি পোশাকশিল্পের কারখানাগুলোতে উৎপাদনশীলতা বাড়ছে। পাশাপাশি সংযোগ শিল্পের সক্ষমতা ও বেশি মূল্যের পণ্য রপ্তানিও বৃদ্ধি পাচ্ছে। তাই তৈরি পোশাক রপ্তানিতে সংযোজনও বাড়ছে। যদিও এক বছরের ব্যবধানে এক লাফে সাড়ে ১১ শতাংশীয় পয়েন্ট মূল্য সংযোজনের বিষয়টি কিছুটা খটকা লাগছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও