কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দেশভাগের পরও বাংলাদেশি ও পাকিস্তানিরা কেন ভারতে অনুপ্রবেশ করে, প্রশ্ন যোগীর

www.ajkerpatrika.com ভারত প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৩, ১৮:৩২

১৯৪৭ সালের ১৪ আগস্ট দেশভাগের মাধ্যমে আলাদা হয়ে গেলেও বাংলাদেশি এবং পাকিস্তানিরা কেন ভারতে অনুপ্রবেশ করে—সে বিষয়ে প্রশ্ন তুলেছেন ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 


মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশভাগের ৭৭ তম বার্ষিকীতে উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌতে দেওয়া এক ভাষণে যোগী আদিত্যনাথ বাংলাদেশ ও পাকিস্তানের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, ‘দেশ ভাগ হয়ে গেছে ১৯৪৭ সালে। তাহলে কেন পাকিস্তান এবং বাংলাদেশ থেকে এ দেশে অনুপ্রবেশ ঘটে।’


যোগী আরও বলেন, ‘তারা যদি পাকিস্তানকে এতটাই ভালোবাসে, তাহলে তাদের উচিত ছিল মানবতার স্বার্থে দৃষ্টান্ত স্থাপন করা। কিন্তু ইতিহাস থেকে তারা কোনো শিক্ষাই নেয়নি।’


স্বার্থপর আকাঙ্ক্ষাই ভারতকে দেশভাগের পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে বলেও মন্তব্য করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। যে কোনো কিছুর ঊর্ধ্বে দেশকে রাখার পরামর্শ দিয়ে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘কিছু লোক তাদের স্বার্থপর ইচ্ছাকে জাতির ঊর্ধ্বে রেখেছিল এবং দেশকে সংকটের দিকে ঠেলে দিয়েছিল।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও