উইকিপিডিয়া কি ধ্বংস হয়ে যাবে! না এআইকে নির্ভুল তথ্য প্রদান করে টিকে থাকবে?
প্রযুক্তির জগতে অনেক কিছুই বদলে দিয়েছে চ্যাটজিপিটির মতো জেনারেটিভ এআই। কৃত্রিম বুদ্ধিমত্তা রাতারাতি বিপ্লব এনেছে কন্টেন্ট তৈরিতে। কয়েক শব্দ বসিয়ে নির্দেশনা দিলেই মুহূর্তে এখন গল্প লেখা সম্ভব, ছবি সম্পদনা হয়ে যাচ্ছে নিমিষেই। কোন কিছু জানতে চাইলেই এসে যাচ্ছে উত্তর। লেখায় ভাষাগত সৌন্দর্য্য আনতেও অনেকে ব্যবহার করছেন এআই।
তথ্য প্রাপ্তী যেহেতু এতই সহজলভ্য, তাহলে প্রশ্ন আসতেই পারে যে, উইকিপিডিয়ার মতো অনলাইন বিশ্বকোষগুলোর অস্বিস্ত থাকবে তো? এই প্রশ্নের উত্তর খুঁজতে যেতে হবে অনেক গভীরে। প্রথমেই জানতে হবে আসলে কীভাবে কাজ করে এআই। এ যে চট করেই মিলে যায় জবাব, তথ্যগুলো আসে কোথা থেকে? উইকিপিডিয়ার মতো প্লাটফর্ম তাদের জন্য কতটা জরুরী। কেনই বা মানব সৃষ্ট তথ্যের সংকট প্রশ্ন তুলছে এআই-এর নির্ভরযোগ্যতা নিয়ে? উইকিপিডিয়া কি পারবে এআই চ্যাটবটকে নির্ভুল তথ্যপ্রদান শিখিয়ে একই সঙ্গে নিজেও টিকে থাকতে? সমস্ত বিষয়গুলোই খতিয়ে দেখা হয়েছে এই প্রতিবেদনে।
- ট্যাগ:
- জটিল
- উইকিপিডিয়া
- চ্যাটজিপিটি