You have reached your daily news limit

Please log in to continue


সঠিক সানগ্লাস ব্যবহার করছেন বুঝবেন কিভাবে? সানগ্লাসও চোখের স্বাস্থ্যকে প্রভাবিত করে

জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলছে তাপপ্রবাহ। কিন্তু প্রচণ্ড গরমে নাস্তানাবুদ হলেও থেমে নেই মানুষের দৈনন্দিন কাজকর্ম। প্রতিনিয়ত কাজের উদ্দেশ্যে বাইরে ছুটছেন লাখো মানুষ। এসময় বাইরে প্রখর রৌদ্র থেকে নিজের চোখকে বাঁচাতে অনেকের কাছেই অত্যাবশ্যকীয় একটি অনুষঙ্গ হলো সানগ্লাস বা রোদ চশমা। সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে চোখকে সুরক্ষা দেয় সানগ্লাস। এই সানগ্লাসের লেন্স আবার বিভিন্ন রঙ এ পাওয়া যায়- বেগুনি, পার্পল, গোলাপি, বাদামি, নীলের বিভিন্ন শেড; চশমার দোকানে ঢুকলেই নানা শেডের সানগ্লাস চোখে পড়ে আমাদের। কিন্তু সানগ্লাসের বিভিন্ন রঙের লেন্সের অর্থ কী? কেনই এভাবে সানগ্লাসগুলো তৈরি করা হয়, আর এর উপকারিতাই বা কী?

একজন ব্যক্তির দৃষ্টিতে বা তাকিয়ে থাকার সময় চোখে আরাম দেওয়া, গ্লেয়ার রিডাকশন (চোখে আলো পড়ার মাত্রা কমিয়ে আনা), কালার পারসেপশন এবং সার্বিকভাবে চোখকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে সানগ্লাস লেন্সের রঙ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সানগ্লাস কেনার সময় লেন্সের রঙ নির্বাচনে মনোযোগী হওয়ার মাধ্যমে আপনি সানগ্লাসের মাধ্যমেও বেশকিছু সুবিধা লাভ করতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন