মধ্যবিত্তদের আস্থা অর্জনের চেষ্টা মোদির
২০২৪ সালের ভোটের অঙ্ক মেলাতে মঙ্গলবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবসের শুভক্ষণের সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্ষমতা ধরে রাখতে এবার বিজেপির টার্গেট মধ্যবিত্তদের আস্থা অর্জন।
তাই মঙ্গলবার মধ্যবিত্তদের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা দিয়েছেন মোদি। এরই মধ্যে একটি হলো শহুরে মধ্যবিত্তদের জন্য। যাদের নিজেদের বাড়ি নেই, ভাড়া থাকেন, তাদের জন্য বড় ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।
এনডিটিভি জানিয়েছে, শহুরে অঞ্চলে যে মধ্যবিত্ত পরিবার নিজেদের বাড়ি করতে চাইবে, তাদের জন্য সরকার একটি প্রকল্প আনছে। বিশেষ করে বসতি এবং বেআইনি বসতিতে যারা বাস করেন, তাদের ওই স্কিমের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মোদি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে