You have reached your daily news limit

Please log in to continue


ইলিশ: আড়তেই চড়া দাম, বাজারে ক্রেতার ছুটছে ঘাম

ঢাকার যাত্রাবাড়ী মাছের আড়তের পাশে খুচরা বাজারে ইলিশের দাম শুনে সোজা হাঁটা দিলেন মোহাম্মদ হায়দার আলী; বললেন, ‘দাম কইমা নিক, কমলে কিনুম’।

বিক্রেতা স্বপন চন্দ্র দাস এক কেজি ওজনের ইলিশের দাম চেয়েছিলেন ১ হাজার ৯০০ টাকা। দাম শুনে হায়দার আলীর মতো বেশিরভাগ মানুষই ফিরে যাচ্ছিলেন।

এত দাম কেন- এই প্রশ্নে স্বপনের কথা, “আমরা যে দামে কিনি, সেই অনুযায়ী বেচি। মোকাম (আড়ৎ) বলতে পারব দাম বাড়তি ক্যান।”

রাজধানীর মাছের আড়তগুলোর মধ্যে অন্যতম যাত্রাবাড়ীতে প্রতিদিন ভোরে ট্রাকে করে আসে ইলিশ। এরপর কয়েক হাত বদলে চলে যায় খুচরা বিক্রেতাদের কাছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন