শর্ত পূরণ, টেলিগ্রামের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইরাক
নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা ও নাগরিক ডেটা লঙ্ঘনকে কারণ দেখিয়ে সপ্তাহের শুরুতে টেলিগ্রাম অ্যাপে নিষেধাজ্ঞা দিয়েছিল ইরাক। এবার ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে দেশটির টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
ইরাকে কেবল মেসেজিং নয়, বরং বিভিন্ন সংবাদ ও কনটেন্ট শেয়ারের ক্ষেত্রেও ব্যবহৃত হয় অ্যাপটি।
এই অ্যাপের কয়েকটি চ্যানেলে আছে বিশাল আকারের ব্যক্তিগত ডেটা। এর মধ্যে রয়েছে ইরাকের নাগরিকদের নাম, ঠিকানা ও তাদের পারিবারিক সম্পর্কের তথ্যও।
দেশটির মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যারা নাগরিকদের তথ্য ফাঁস করেছে তাদের পরিচয় প্রকাশ করতে সেবাটির মালিক কোম্পানি সম্মত হওয়ায় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত এল।
এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পুরোপুরি প্রস্তুতি নিয়ে যোগাযোগের প্রতিশ্রুতিও কোম্পানিটি দিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ রয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর, ১ মাস আগে