২৬ বছর বয়সেই টেস্টকে বিদায় জানালেন হাসারাঙ্গা
সমকাল
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৩, ১১:৩১
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। মাত্র ২৬ বছর বয়সে মাত্র ৪ টেস্ট খেলে ক্রিকেটের অভিজাত এই সংস্করণ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
মূলত, সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন হাসারাঙ্গা। শর্টার ফরম্যাটে জাতীয় দল কিংবা ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বিশ্বের সেরা রিস্ট স্পিনারদের একজন এই শ্রীলঙ্কান। নিজের এই সিদ্ধান্ত এরইমধ্যে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কাছে জানিয়ে দিয়েছেন এই অলরাউন্ডার। জানিয়েছেন, শর্টার ফরম্যাটের ক্রিকেটেই নিজের সেরাটা দিতে চান তিনি।
শ্রীলঙ্কান বোর্ড হাসারাঙ্গার অনুরোধ গ্রহণ করেছেন, অফিশিয়ালি তিনি এখন আর টেস্ট ক্রিকেটার নন। লঙ্কান ক্রিকেট বোর্ডের সিইও এক বিবৃতিতে জানান, 'আমরা তার সিদ্ধান্ত মেনে নেব এবং আত্মবিশ্বাসী যে হাসরাঙ্গা সাদা বলে দলের গুরুত্বপূর্ণ অংশ হবে।'