স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়তা করবে ‘নেট জিরো’ কর্মসূচি
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৩, ১০:২৮
স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে কার্বন নিঃসরণ কমানোর মাধ্যমে ‘নেট জিরো বাংলাদেশ’ গঠনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি গোলটেবিল বৈঠক আয়োজন করা হয়। সোমবার (১৪ আগস্ট) ঢাকার মহাখালীর একটি প্রতিষ্ঠানে ‘ক্রিয়েটিং নেট জিরো স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক এ গোলটেবিল বৈঠক যৌথভাবে আয়োজন করে মোবাইল ফোন অপারেটর রবি ও সিএসআর উইন্ডো।
ইনস্টিটিউট অব এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) জ্বালানি ও জলবায়ু বিশেষজ্ঞ শফিকুল আলম অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। শফিকুল আলম নেট জিরো বাস্তবায়নে বিশ্ব ও দেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে বাস্তব পদক্ষেপগুলো তুলে ধরেন।
উল্লেখ্য, নেট জিরো হচ্ছে রবির মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান আজিয়াটা গ্রুপ বারহাদ ঘোষিত একটি কার্বন হ্রাস নিঃসরণ কর্মসূচি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
যুগান্তর
| গাজা
১০ মাস আগে