মণিপুর প্রশ্নে লালকেল্লায় দাঁড়িয়ে কী বার্তা দিলেন মোদি?

বাংলা ট্রিবিউন মণিপুর প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৩, ১০:০১

ভারতের মণিপুর রাজ্যে সহিংস ঘটনার নীরবতায় পার্লামেন্টের বিরোধী ও নেটিজেনদের তোপের মুখে কম পড়তে হয়নি প্রধানমন্ত্রী মোদিকে। দাঁড় করানো হয়েছে কাঠগড়ায়। অবশেষে ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে জোড়ালো বার্তা দিয়ে বলেছেন, ‘মণিপুরের পাশেই আছে দেশবাসী।’


আজ (১৫ আগস্ট) মঙ্গলবার ভারতের স্বাধীনতা দিবস। নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি উদযাপনে মেতেছে ভারতীয়রা। দিবসটিকে কেন্দ্র করে সেজেছে লালকেল্লা। সকালের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তায় উঠে আসে উত্তর-পূর্বের মণিপুরের পরিস্থিতি।


মণিপুরের পাশে থাকার বার্তা দিয়ে মোদি ভাষণে বলেন, ‘মণিপুরের মা-বোনদের সম্মানহানি ঘটেছে। তবে অশান্ত পরিস্থিতির পর কিছুদিন হলো এখন শান্তি ফিরেছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকার শান্তি বজায় ও অভ্যন্তরীণ সংকট মেটাতে এক হয়ে কাজ করছে। দেশবাসী মণিপুরের পাশেই আছে। শান্তির মাধ্যমে সমাধানের পথ খোঁজে পাওয়া যায়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও