কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

একটানে মিললো ৪০ লাখ টাকার ইলিশ

বার্তা২৪ পটুয়াখালী প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৩, ১০:২২

পটুয়াখালীর মহিপুরে মিজান মাঝি (৪৫) নামের এক জেলের জালে ধরা পড়েছে ৯৬ মণ ইলিশ। সোমবার দুপুরে এসব মাছ মৎস্য বন্দর মহিপুরের ফয়সাল ফিস আড়তে নিয়ে আসা হয়। পরে এসব মাছ ডাকের মাধ্যমে ৩৯ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়।


নিষেধাজ্ঞার পর সাগরে মাছ শিকারে গিয়ে এই জেলের জালেই সবচেয়ে বেশি মাছ ধরা পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সাবেক সভাপতি ফজলু গাজী।


মিজান মাঝি জানান, এফবি ভাই ভাই নামের একটি মাছধরা ট্রলার নিয়ে গত ৫ দিন আগে নোয়াখালীর সামরাজ থেকে গভীর সাগরের উদ্দেশ্যে ছেড়ে যায়। কয়েকদিন সাগরে জাল ফেলার পরও তাদের জালে মেলেনি কোন মাছ। পরে গতকাল পায়রা বন্দরের শেষ বয়ার দিকে সাগরে জাল ফেলার পর এক খ্যাওয়ে (একটানে) ধরা পড়ে ৯৬ মণ ইলিশ। একবারে এতো ইলিশ পাওয়ায় তিনি বেশ খুশি বলে জানান। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও