![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2023/Aug/1692018776_sanjay-4.jpg)
চোট পেলেন সঞ্জয় দত্ত! তাইল্যান্ডে শুটিংয়ে মাথায় আঘাত, পড়ল সেলাই
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৩, ১৯:১৫
শুটিং ফ্লোরে চোট পেলেন সঞ্জয় দত্ত। এই মুহূর্তে পুরী জগন্নাথ পরিচালিত ‘ডবল ইস্মার্ট’ ছবির শুটিংয়ে সঞ্জয়। সম্প্রতি, তাইল্যান্ডে এই ছবির শুটিং শুরু হয়।
সূত্রের খবর, সেটেই অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন সঞ্জুবাবা। চোট লেগেছে মাথায়। বেশ কয়েকটা সেলাই পড়েছে। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে। আসলে অভিনেতাকে তলোয়ার নিয়ে অ্যাকশন করতে হচ্ছিল। কিন্তু অসাবধানতাশত আঘাত লাগে মাথায়।