উপকার করতে গিয়ে ভুক্তভোগীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বাংলা ট্রিবিউন শেরপুর সদর প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৩, ১৮:৫২

জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে উপকার করতে গিয়ে এক বিশ্ববিদ্যালয়ছাত্রীর (২৩) সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়েছেন বগুড়ার শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন সরকার।


ঘটনার তদন্তে সত্যতা পাওয়ায় গত ৯ আগস্ট ওই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। সোমবার (১৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনার তদন্ত কর্মকর্তা ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুর রশিদ। তিনি বলেন, ‘ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় এ নিয়ে মন্তব্য করতে চাই না।’তবে সাময়িক বরখাস্ত হওয়া এসআই মিঠুন সরকার অনৈতিক সম্পর্কের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘সম্পর্ক নিয়ে আমাদের মধ্যে ভুল-বোঝাবুঝি তৈরি হয়েছিল। পরে বিষয়টি মীমাংসা করা হয়েছে।’খোঁজ নিয়ে জানা গেছে, ভুক্তভোগী ওই ছাত্রী ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও