এইচএসসি: কারিগরি বোর্ডের স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৩, ১৭:১৯

প্রাকৃতিক দুর্যোগের কারণে এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া চার পরীক্ষার নতুন সূচি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড। 


সোমবার দুপুরে বোর্ডের ওয়েবসাইটে ওই চার বিষয়ের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ করা হয়। 


নতুন সূচি অনুযায়ী, ২৭ অগাস্ট থেকে এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি ভোকেশনাল এবং ডিপ্লোমা ইন কমার্স একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী হবে। 


আর এইচএসসি (ভোকেশনাল) একাদশ ও দ্বাদশ শ্রেণির স্থগিত হওয়া বাংলা-১ ও ২ পরীক্ষা ৭ সেপ্টেম্বর, ইংরেজি-১ ও ২ পরীক্ষা ১০ সেপ্টেম্বর, উচ্চতর গণিত-১ ও ২ পরীক্ষা ১২ সেপ্টেম্বর এবং পদার্থবিজ্ঞান-১ ও ২ পরীক্ষা ১৪ সেপ্টেম্বর হবে। 

এইচএসসি (বিএম/বিএমটি) একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা-১ ও ২ পরীক্ষা ১৭ সেপ্টেম্বর, ইংরেজি-১ ও ২ পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-১ ও ২ পরীক্ষা ২১ সেপ্টেম্বর, ব্যবসায় গণিত ও পরিসংখ্যান এবং বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন পরীক্ষা ২৪ সেপ্টেম্বর হবে। 


পরিবর্তিত সূচি অনুযায়ী, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন কমার্স একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা-১ ও ২ পরীক্ষা ৭ সেপ্টেম্বর, ইংরেজি-১ ও ২ পরীক্ষা ১০ সেপ্টেম্বর, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-১ ও ২ পরীক্ষা ১২ সেপ্টেম্বর এবং হিসাববিজ্ঞান ও বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন পরীক্ষা ১৪ সেপ্টেম্বর নেওয়া হবে। 


চট্টগ্রাম বিভাগে প্রবল বর্ষণ আর বন্যার কারণে গত শুক্রবার চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা ১০ দিন পিছিয়ে দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও