You have reached your daily news limit

Please log in to continue


অস্ট্রেলিয়ার এক প্রাচীন ভাষা, যার লিখিত কোনো রূপ নেই

অস্ট্রেলিয়া মহাদেশে ২৫০টিরও বেশি কথ্য আদিবাসী ভাষা এবং ৮০০টি উপভাষা রয়েছে। কিন্তু একটি ভাষা ছিল, যা কখনো মুখে বলা হয়নি, বরং সেটি কাঠে খোদাই করা হয়েছিল। খবর বিবিসির। 

'মেসেজ স্টিক' হিসেবে পরিচিত চ্যাপ্টা, গোলাকার বা আয়তাকার কাঠের টুকরোগুলোর দুই পাশে অলংকরণের মাধ্যমে মেসেজ বা বার্তা খোদাই করা হতো। বার্তাগুলোতে ফুটে উঠেছিল মহাদেশটির আদিম অধিবাসীদের আখ্যান; এই অ্যাবরিজিনালদের গণ্য করা হয় বিশ্বের প্রাচীনতম জনগোষ্ঠী হিসেবে।

ধারণা করা হয়, মেসেজ স্টিকের ব্যবহার ছিলো হাজারও বছর আগে। জাতির মৌখিক ইতিহাসকে ধারণ করতে এবং দূরে অবস্থানকারী বিভিন্ন অ্যাবরিজিনাল নেশন বা ভাষা গোষ্ঠীর মধ্যে সংবাদ সরবরাহের জন্য বার্তাবাহকেরা মেসেজ স্টিক বহন করতো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন