You have reached your daily news limit

Please log in to continue


‘ব্ল্যাক’ সিনেমার সেটে তাদের প্রথম দেখা

দুজনের মধ্যে প্রেম হওয়ার আগেই বলিউডি নায়ক রণবীর কাপুরকে বিয়ে করতে চান বলে প্রকাশ্যে জানিয়েছিলেন আলিয়া; এই নায়িকা এবার বললেন, রণবীরের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল ১৮ বছর আগে।

এনডিটিভি জানিয়েছে, হলিউডে আলিয়ার প্রথম সিনেমা ‘হার্ট অব স্টোন’ নিয়ে সংবাদমাধ্যমক দেওয়া সাক্ষাৎকারে স্বামীর সঙ্গে তার কোথায় প্রথম দেখা হয়েছিল সে কথা জানান আলিয়া।

সালটা ২০০৫, সে সময় অমিতাভ বচ্চন ও রানি মুখার্জি অভিনীত ব্ল্যাক সিনেমার শুটিং চলছিল। ওই সিনেমার শুটিং সেটে অডিশন টেস্ট দিতে গিয়েছিলেন আলিয়া, সে সময় তিনি নিতান্তই কিশোরী।

“বিখ্যাত সেই সিনেমায় আমার জায়গা হয়নি। কিন্তু লম্বা এক তরুণের সঙ্গে দেখা হয়েছিল, তিনি রণবীর কাপুর। আমি তাকে কেবল দেখছিলাম,” বলেন আলিয়া।

এর নয় বছর পর ২০১৪ সালে নির্মাতা প্রযোজক করণ জোহরের শো ‘কফি উইথ করণে’ হাজির হয়ে আলিয়া সোজাসাপ্টা বলেছিলেন, তিনি অনেকদিন ধরেই রণবীরকে পছন্দ করেন এবং তাকেই বিয়ে করতে চান।

আলিয়ার মনের কথা রণবীর জানেন কি না, করণের এই প্রশ্নে তিনি বলেছিলেন, “আমার এই ইচ্ছা সম্পর্কে সবাই জানে। এ বিষয়ে আমি কখনও লুকোছাপা করিনি। তবে রণবীরকে এখনও সরাসরি বলা হয়নি।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন