ডিমের বাজারে র্যাবের অভিযান, ১২ লাখ টাকা জরিমানা
অতিরিক্ত দামে ডিম বিক্রির অভিযোগে রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ২৭টি প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ভোর থেকে বেলা ১টা পর্যন্ত কাপ্তানবাজার, ওয়ারী ও যাত্রাবাড়ীর ডিমের আড়তে এই অভিযান চালানো হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১০ জানিয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ক্রয়-রশিদ ছাড়া ডিম কিনে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে ২৭টি প্রতিষ্ঠানকে ১২ লাখ পনেরো হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গত সপ্তাহের শেষ দিক থেকে ডিমের বাজার হঠাৎ অস্থিতিশীল হয়ে ওঠে। আমিষের সহজলভ্য উৎস ডিমের দাম হঠাৎ বেড়ে প্রতিটি ১৪ টাকায় গিয়ে দাঁড়ায়।
ঢাকার বাজারে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। ডজন হিসাবে ডিমের দাম উঠেছে ১৬৫ টাকায়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
বিডি নিউজ ২৪
| ঢাকা মেট্রোপলিটন
১১ মাস আগে