মিয়ানমারে জেড পাথরের খনিতে ভূমিধসে নিখোঁজ অন্তত ৩০
মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি জেড পাথরের খনিতে ভূমিধসের পর অন্তত ৩০ জন নিখোঁজ হয়েছেন। দেশটির সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুন থেকে প্রায় ৯৫০ কিলোমিটার (৬০০ মাইল) উত্তরে কাচিন রাজ্যের একটি প্রত্যন্ত পাহাড়ি শহর এইচপাকান্তে রবিবার বেলা সাড়ে ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। অঞ্চলটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে লাভজনক জেড খনিগুলোর কেন্দ্রস্থল।
উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, খনিতে ভূমিধসে ৩০ জনেরও বেশি লোক নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি উদ্ধারকারী দলের নেতা জানান, ৩০ জনের বেশি খনি শ্রমিক জেডের জন্য খনন করছিলেন। রবিবার বেলা সাড়ে ৩টার দিকে মান্না গ্রামের কাছে ভূমিধস হলে একটি হ্রদে ভেসে যায় তারা।
তিনি বলেন, ‘৩৪ জন নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় উদ্ধারকারী দল হ্রদে অনুসন্ধান চালাচ্ছে। এ ঘটনায় ৮ খনি শ্রমিক আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নিখোঁজ
- ভূমিধস
- খনি ধস