কোথায় আর কীভাবে দেখবেন রোনালদো আর মেসির লিগের খেলা

প্রথম আলো প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৩, ১২:০২

প্রথমে ক্রিস্টিয়ানো রোনালদো, এরপর করিম বেনজেমা, এখন শোনা যাচ্ছে নেইমারের নামও। এক বছরের ভেতরে সৌদি প্রো লিগে (এসপিএল) রীতিমতো তারার হাট বসে গেছে। ওদিকে লিওনেল মেসির ইন্টার মায়ামিতে যোগদানের মাধ্যমে বিশ্ব ফুটবলে বাড়তি মনোযোগ পাচ্ছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারও (এমএলএস)।


দুটি লিগ নিয়ে ফুটবল সমর্থকদের আগ্রহ এখন পূর্বের যেকোনো সময়ের চেয়ে বেশি। কীভাবে এসপিএল আর এমএলএসের খেলা দেখা যায়, এ নিয়ে কৌতূহলীর সংখ্যাও বেড়েছে স্বাভাবিকভাবেই। সৌদি প্রো লিগে ২০২৩-২৪ মৌসুমের খেলা শুরু হয়েছে গতকাল। রোনালদোর আল নাসর আর বেনজেমার আল ইত্তিহাদ প্রথমবার মাঠে নামছে আজ রাতে। অপর দিকে মেসির লিগে খেলা এখন শুরুর অপেক্ষায়।


এমএলএসে মৌসুম শুরু হয় ফেব্রুয়ারিতে, শেষ হয় ডিসেম্বরে। মাঝে জুলাই-আগস্টে এক মাস মেক্সিকান লিগের দলগুলোর সঙ্গে লিগস কাপে খেলে থাকে যুক্তরাষ্ট্রের ক্লাবগুলো। গত মাসে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন মেসি; সব কটিই ছিল লিগস কাপে। ২১ আগস্ট বিরতির পর আবার শুরু হবে এমএলএস। মেসির দলের প্রথম ম্যাচ ২৭ আগস্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও