কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কুড়িগ্রামে তিস্তার পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপরে

বার্তা২৪ কুড়িগ্রাম প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৩, ১১:১৯

কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে প্রবাহিত তিস্তাসহ ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমারসহ সবগুলো নদীর।


ইতিমধ্যে পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে জেলার নদ-নদীর অববাহিকায় নিম্নাঞ্চগুলো। তলিয়ে গেছে আমন আবাদসহ বিভিন্ন সবজির ক্ষেত।


সোমবার (১৪ আগস্ট) সকালে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


এছাড়াও গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া পয়েন্টে ৬৯ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে ৫৮ সেন্টিমিটার ও ধরলা নদীর পানি সদর পয়েন্টে বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি স্তরে প্রবাহিত হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও