You have reached your daily news limit

Please log in to continue


জ্যাকি চান দেখিয়ে দিলেন, তিনি এখনো পারেন

অ্যাকশন-কমেডি ঘরানার অনেক সিনেমায় অভিনয় করেছেন জ্যাকি চান। একটা সময় তাঁর সেসব সিনেমা উপভোগ করেছেন দর্শকেরা। তবে কয়েক বছর ধরেই ‘জ্যাকি-জাদু’ যেন কিছুটা ফিকে হয়ে এসেছিল। ‘হিডেন স্ট্রাইক’ দিয়ে অবশেষে দাপটের সঙ্গে ফিরেছেন এই অভিনেতা। চলতি সপ্তাহে নেটফ্লিক্সের ইংরেজি সিনেমার সেরা দশের তালিকায় শীর্ষে আছে এই সিনেমা।

গত ৬ জুলাই সংযুক্ত আরব আমিরাত ও নির্বাচিত কয়েকটি দেশে মুক্তি পায় ‘হিডেন স্ট্রাইক’। তবে ২৮ জুলাই নেটফ্লিক্সে আসার পরও ছবিটি রীতিমতো সাড়া ফেলে দেয়। নেটফ্লিক্সের দেওয়া হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সিনেমাটি সাড়ে চার কোটি মিনিটের বেশি স্ট্রিমিং হয়েছে। বিশ্বের ৭৪টি দেশে নেটফ্লিক্সের শীর্ষ ১০ সিনেমার তালিকায় আছে ‘হিডেন স্ট্রাইক’। এর মধ্যে শীর্ষে আছে ৪৮টি দেশের।

‘হিডেন স্ট্রাইক’ সিনেমার এমন সাফল্য অনেকটা অপ্রত্যাশিতই বলা যায়। সমালোচকদের কাছে তেমন পাত্তা পায়নি ছবিটি। অনেক সমালোচক তো গল্প, অ্যাকশন আর গ্রাফিকসকে ‘অতি নিম্নমানের’ আখ্যা দিয়েছেন। সাউথ চায়না মর্নিং পোস্ট–এর সমালোচক জেমস মার্শ হিডেন স্ট্রাইককে রেটিং দিয়েছেন ৫-এ মাত্র ১।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন