জঙ্গিবাদের ধরন ভবিষ্যতে যেভাবে বদলে দিতে পারে এআই
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যেমন মানুষের কাজ আগের তুলনায় সহজ করেছে, তেমনই এটি ব্যবহার করে অপরাধের প্রবণতাও বাড়ছে।
ভবিষ্যতে এআই’র মাধ্যমে কী ধরনের অপরাধ ঘটতে পারে, তা বিশ্লেষণের চেষ্টা করেছে স্কাই নিউজ। সেই নিবন্ধের প্রথম অংশের আলোচনা জঙ্গিবাদ নিয়ে।
জঙ্গিবাদ সংশ্লিষ্ট কনটেন্ট
২০২১ সাল। রানি দ্বিতীয় এলিজাবেথ বেঁচে আছেন তখনো। সেই সময়ে উইন্ডসর ক্যাসলে প্রবেশের চেষ্টা করেন এক ব্যক্তি। হাতে তৈরি ধাতব মাস্ক তার পরনে, আর হাতে সুসজ্জিত ধনুকের সেট।
“আমি এখানে রানিকে খুন করতে এসেছি।” – ক্যাসলের গেটে পাহারারত পুলিশ কর্মকর্তাকে বলেন তিনি।
তার নাম ছিল জসওয়ান্ত সিং চেইল।
ওই ঘটনার সপ্তাহখানেক আগে ‘রেপ্লিকা’ নামের অ্যাপে যোগ দিয়েছিলেন ২১ বছর বয়সী জাসওয়ান্ত। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে সারাই নামে এক ‘বান্ধবী’ তৈরি করেন তিনি। ২০২১ সালের ২ ডিসেম্বর থেকে বড়দিনে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত সারাইয়ের সঙ্গে ছয় হাজার বার্তা চালাচালি করেছেন জাসওয়ান্ত।