তেজস্ক্রিয় পানি ছাড়ার জাপানি সিদ্ধান্তের বিরুদ্ধে কোরিয়ায় বিক্ষোভ

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৩, ১৬:৫৩

তেজস্ক্রিয় পানি সমুদ্রে ছেড়ে দেওয়ার জাপানি পরিকল্পনার বিরুদ্ধে শনিবার মধ্য সিউলে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শত শত লোক জাপান বিরোধি র‍্যালিতে যোগ দিতে রাস্তায় নেমে আসে 


সুনামিতে  ধ্বসে যাওয়া ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রর তেজস্ক্রিয় পানি পরিশোধন করে সাগরে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে জাপান ।


এর পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বিগ্ন প্রতিবেশীদের বারংবার আপত্তি সত্ত্বেও টোকিও আগস্টের শেষের দিকে পানি ছাড়ার পরিকল্পনা করছে বলে স্থানীয় মিডিয়ায় খবর বেরিয়েছে।


কোরিয়ান রেডিয়েশন ওয়াচ গ্রুপের উদ্যোগে আয়োজিত শিউলের প্রতিবাদ র‍্যালিতে অংশ নেয়া একজন এক্টিবিস্ট চোই কিয়ংসুক বলেন, এই সমুদ্র শুধু জাপানের নয় আমাদের সবার পুরো মানবজাতির, এই তেজস্ক্রিয় পানি সমুদ্রে ছেড়ে দেওয়া হলে সামুদ্রিক বাস্তুতন্ত্র ধ্বংস করবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও