সরকারকে নির্বাচন নিয়ে প্রতিশ্রুতি রাখতে হবে
বিএনপির সরকার পতনের এক দফা আন্দোলন নিজেই কি এখন পতনের মুখোমুখি? গভীর পর্যবেক্ষণের প্রয়োজন নেই, সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই তা বোঝা যায়। সেখানে বিএনপির নিষ্ঠাবান সমর্থক এবং এমনকি বুদ্ধিদাতা বলে পরিচিতদেরও অনেকে বিশেষ করে ২৮ জুলাই মহাসমাবেশ-পরবর্তী দলটির কর্মসূচির ব্যর্থতা নিয়ে খোলামেলাই হতাশা ব্যক্ত করছেন। বিএনপির শীর্ষ নেতৃত্বেরও সমালোচনায় মুখর তারা। তাদের অভিযোগ বিএনপির নীতিনির্ধারকরা তাদের পরামর্শ না শুনে নিজের মতো করে চলছেন। তাই সরকারকে চেপে ধরার ‘সহজ’ সুযোগ পেয়েও এ সময় ‘বিপুল জনসমর্থনপুষ্ট’ দলটি তা কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে। তাদের রেসিপিটা হলো– দেশের ভেতরে জনগণ বিএনপিকে সমর্থন দিতে মুখিয়ে আছে, বাইরে থেকে সরকারের ওপর ক্রমাগত চাপ বাড়াচ্ছে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক মহল। এ অবস্থায় ‘মোক্ষম’ একটি কর্মসূচি দিলেই খেল খতম হতে পারত। কিন্তু বিএনপি সেটা দিতে পারছে না।